Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যাটিংয়ে নামার আগে যা খেয়ে নেমেছিলেন রাসেল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০১:৪৬ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০১:৪৬ AM

bdmorning Image Preview


চার- ছক্কা মারা তাঁর কাছে নিহাতই ছেলে খেলা সেটা আবারো প্রমাণ করলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বঙ্গবন্ধু বিপিএলে ফাইনালে উঠার লড়াইয়ে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে উঠে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রামের দেওয়া ১৬৫ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে রাজশাহীর যখন করুণ দশা। ঠিক সেই সময় নায়ক হয়ে মাঠে নামলেন রাসেল। রুবেল, রানাদের বল উড়াতে থাকলেন গ্যালারিতে। তাঁর দানবীয় ছক্কার আমেজ ছড়িয়ে পড়লো মিরপুরের গ্যালারিতে।

নিশ্চিত হারা ম্যাচ মুহুর্তেই পাল্টে দিলেন। ৭ ছক্কা আর ২ চারে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন।হলেন সেরা খেলোয়াড়। জয়ের এই আনন্দ ভাগ করতে আসলে সংবাদ সম্মেলনে। 

দানবীয় এই ইনিংস খেলার আগে ড্রেসিং রুমে কি খেয়ে ছিলেন রাসেল। সেই কথা মজার ছলে জানতে চাওয়া হয়?
এমন প্রশ্নের জবাবটা হাসিমুখে সহজ স্বীকারোক্তি হার্ডহিটার ব্যাটসম্যানের, ‘আসলে কিছু ফল আর ডাবের পানি খেয়ে মাঠে নেমেছিলাম।’ রাসেলের উত্তরে হাসির রোল পড়ে যায় সংবাদ সম্মেলন কক্ষে।

Bootstrap Image Preview