Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সামনেই রোগীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০৯:৫৮ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সামনেই হাসপাতালের ছয়তলা থেকে ঝাঁপ দিয়েছেন এক রোগী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে কলকাতা মেডিকেল কলেজের নিউ ইমারজেন্সি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই ভবনের ছয় তলায় স্নায়ুরোগ বিভাগ রয়েছে। মঙ্গলবারই অটো ইমিউন এনসেফেলাইটিস-এ আক্রান্ত হয়ে ওই বিভাগে ভর্তি হন রিয়াজুদ্দিন মণ্ডল নামের এক যুবক।

বুধবার বেলা ১১টার দিকে চিকিৎসক ওই ওয়ার্ডে রাউন্ডে থাকাকালীনই অস্বাভাবিক আচরণ শুরু করেন ওই যুবক। হঠাৎ জানলার কাছে যান তিনি।

ওই ভবনের জানালায় এখনও কোনো গ্রিল লাগানো নেই। সেই খোলা জানালা দিয়েই ঝাঁপ দেন ওই রোগী। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে ওই জানলায় গ্রিল বসানো হবে। তবে কীভাবে হাসপাতাল কর্মীদের সামনে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Bootstrap Image Preview