Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'আমি জানতাম যদি শেষ পর্যন্ত থাকি তাহলে জিতবো’ রাসেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ১১:০৭ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ১১:০৭ AM

bdmorning Image Preview


চাপ সামলে বিস্ফোরক ইনিংস খেলতে সবসময়ই পছন্দ করেন আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে অনেকবার এই নজীর রেখেছেন তিনি। এবার আরো একটি উদাহরণ দেখালেন এই ক্যারিবিয়ান তারকা।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে একাই রাজশাহীকে জিতিয়েছেন আন্দ্রে রাসেল। বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সামনে থেকে নেতৃত্ব দেন রাজশাহী রয়্যালস দলপতি।

চট্টগ্রামের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নামার পর যখন ১২৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে রাজশাহী সেসময় এক প্রান্ত আগলে রেখে ২২ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাসেল। ৭ ছক্কা এবং ২ চারের সাহায্যে খেলা এই ইনিংসের কল্যাণেই হারতে থাকা রাজশাহী ২ উইকেটে ম্যাচটি জিতে ফাইনালে পা রাখে।

পাহাড়সম চাপের মাঝেও ম্যাচ জেতানো ইনিংস খেলার পর স্বভাবতই উচ্ছ্বসিত রাসেল। চাপ সামলে খেলার চ্যালেঞ্জ নিতে সর্বদাই পছন্দ করেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি নিজেই।

রাসেল বলেন, 'আমি এর আগেও বলেছি যে আমি এই ধরণের কন্ডিশনে খেলতে পছন্দ করি যখন এক ওভারে ১২, ১৩ কিংবা ১৪ রান দরকার। আমি আরো পছন্দ করি যখন ১৫ কিংবা ১৬ রান দরকার হয় এক ওভারে। আমি এই ধরণের চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।'

ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে জয় ছিনিয়ে আনতে পারবেন এই বিশ্বাসও ছিল রাসেলের। আর সেই কারণেই হারতে থাকা ম্যাচটিতে জয়ের বেশে মাঠ ছাড়েন তিনি। রাসেলের ভাষায়, 'আমি জানতাম আমি যদি শেষ পর্যন্ত টিকে থাকি তাহলে আমরা জিততে পারবো। আমি কখনো পরিকল্পনা করি না সেভাবে এবং সবসময় নিজের চিন্তাধারা উন্মুক্ত রাখি।' 

Bootstrap Image Preview