Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অধিনায়কত্বের দিক থেকে র্শীষে মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ১২:৪৩ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ১২:৪৩ PM

bdmorning Image Preview


চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটরে বাদ পড়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন। এবারের আসরে ফাইনাল না খেললেও বিপিএল ইতিহাসের সেরা অধিনায়ক সেই মাশরাফিই!

বিপিএলে এখন পর্যন্ত চারটি শিরোপা জিতেছেন অধিনায়ক মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি জিতেছেন দুটি শিরোপা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে তিনি জিতেছেন একটি করে শিরোপা।

কার্যত তাঁকে এমনিতেই সেরা বলা যায়। এক্ষেত্রে মাশরাফির পক্ষে আছে পরিসংখ্যানও। এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ৫৪টিতে জিতেছেন তিনি, হেরেছেন ৩২টিতে। জয়ের হার ৬২.৭৯ শতাংশ।

তাঁর পরের স্থানে থাকা সাকিব আল হাসান এখন পর্যন্ত ৬৪ ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ৩৯টিতে, হেরেছেন ২৫টি ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে এবারের বিপিএল না খেলা সাকিবের জয়ের হার ৬০.৯৩ শতাংশ।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। বিপিএলে এখন পর্যন্ত সাতটি দলের অধিনায়কত্ব করা মুশফিক ৭২ ম্যাচে জিতেছেন ৩৭টিতে। হেরেছেন ৩৪টি ম্যাচ। জয়ের হার শতকরা ৫২.০৮ ভাগ।

তালিকাটির চার ও পাঁচ নম্বরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের জয়ের হার যথাক্রমে ৫১.৩৩% ও ৪১.১৭%।

Bootstrap Image Preview