Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০১৯ সালের সেরা পারফরমার হয়ে বাংলাদেশেকে স্মরণ করলেন চাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০১:০৩ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০১:০৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন দীপক চাহার। প্রথম ভারতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। ম্যাচটিতে মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।

চাহারের এই পারফরম্যান্সটি ২০১৯ সালের টি-টোয়েন্টির সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত করেছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরষ্কার পেয়ে এই ভারতীয় পেসার জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে এই পারফরম্যান্সটি তাঁর কাছে বিশেষ কিছু। এটা তিনি কোনো দিন ভুলতে পারবেন না।

চাহার বলেছেন, 'আমি এই পুরষ্কার পেয়ে দারুণ আনন্দিত। এই পুরস্কারের জন্য আমি আইসিসিকে ধন্যবাদ দিতে চাই এবং বিসিসিআইকেও ধন্যবাদ দিতে চাই আমাকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার জন্য। এই পারফরম্যান্সটি আমার কাছে বিশেষ। আমি ভারতের হয়ে লম্বা সময় পর সুযোগ পেয়েছিলাম। মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট আমার স্বপ্নের মতো পারফরম্যান্স এবং এটা আমার সারাজীবন মনে থাকবে।'

হ্যাটট্রিক সহ মাত্র ৭ রানে তাঁর ৬ উইকেটের স্পেলই টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড। ২০১২ সালে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস ৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন। নাগপুরে বাংলাদেশের বিপক্ষে মেন্ডিসকে পেছনে ফেলেন চাহার।

২০১৮ সালে অভিষেকের পর ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি খেলতে নেমেই ইতিহাসে নাম লেখান এই ডানহাতি মিডিয়াম পেসার। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে নিজের তৃতীয় ওভারের শেষ বলে শফিউল ইসলামকে আউট করেছিলেন চাহার।

এরপর চতুর্থ ওভারের প্রথম দুই বলে মুস্তাফিজুর রহমান এবং আমিনুল ইসলামকে ফিরিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন এই পেসার। এবার সেই পাররম্যান্সটিকে আইসিসিও স্বীকৃতি দিল।

Bootstrap Image Preview