Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোববার থেকে অনুশীলন ক্যাম্প শুরু টাইগারদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০১:৩৬ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০১:৩৬ PM

bdmorning Image Preview


আগামী ২২ জানুয়ারী পাকিস্তানের করাচির উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা। তার আগে আজ (বৃহস্পতিবার) কিংবা কালকের (শুক্রবার) মধ্যেই হয়ে যেতে পারে দল ঘোষণা।

যতদূর জানা গেছে, ইতোমধ্যে বোর্ডে জাতীয় দলের খেলোয়াড় তালিকা জমা দেয়া হয়েছে। বিসিবি সভাপতির অনুমোদন হয়ে গেলে বৃহস্পতি-শুক্রবারের মধ্যে তা ঘোষণা হয়ে যাবে।

তারপর আগামী ১৯ জানুয়ারি (রোববার) থেকে শেরে বাংলায় তিন দিনের ছোট্ট একটি অনুশীলন ক্যাম্প হবে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে। যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সকালে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার সাব্বির খান এ তথ্য দিয়েছেন।

যেহেতু পাকিস্তান সফরের প্রথম দফায় শুধুমাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই চলতি বিপিএলের পারফরম্যান্স বিচার-বিবেচনা করেই হয়তো ঘোষণা করা হবে টি-টোয়েন্টি স্কোয়াড।

তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ- তাই ভারত সফরের দল থেকে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এছাড়া ভারত সফরে থাকা প্রায় সবাই'ই ভালো পারফরম্যান্স করেছেন বিপিএলেও। তাই হয়তো দুই-একটি জায়গা নিয়ে ভাবতে হবে নির্বাচকদের।

পাকিস্তান সফরের সম্ভাব্য দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, ইবাদত হোসেন, মেহেদী হাসান ও ইমরুল কায়েস।

Bootstrap Image Preview