Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব চ্যাম্পিয়নদের চার রানে হারালো আয়ারল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০২:১০ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০২:১০ PM

bdmorning Image Preview


গ্রেনাডার সেইন্ট জর্জসে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে চার রানে হারিয়েছে আয়ারল্যান্ড। আগে ব্যাটিং করে ২০৮ রানের বিশাল সংগ্রহ করে আয়ারল্যান্ড। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জমিয়ে দিলেও তারা থামে ২০৪ রানে। জশুয়া লিটলের করা শেষ ওভারের নৈপুণ্যে সিরিজে লিডের দেখা পেয়েছে সফরকারীরা।

উদ্বোধনী জুটিতে ব্যাটিং করতে নেমে দুটি রেকর্ড গড়েন পল স্টার্লিং ও কেভিন ও'ব্রায়েন। দুজনে মিলে পাওয়ার প্লে'তে যোগ করেন ৯৩ রান। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে'তে করা সর্বোচ্চ রানের রেকর্ড।

স্টার্লিং ও ও'ব্রায়েন- দুই ডানহাতি ব্যাটসম্যান মাত্র ১২.৩ ওভারে ১৫৪ রান তোলেন। উদ্বোধনী জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে কোনো দেশের ওপেনাররা এতো রান করতে পারেনি।

দুর্ভাগ্য স্টার্লিংয়ের! মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৪৭ বলে ছয়টি চার ও আটটি ছক্কায় ৯৫ রান আসে তাঁর ব্যাটে। ও'ব্রায়েন করেন ৩২ বলে ৪৮ রান।

স্টার্লিং-ও'ব্রায়েনের বিদায়ের পর আয়ারল্যান্ড ইনিংসে ছন্দপতন হয়। গ্যারেথ ডিলানির ১২ বলে ১৯ ও গ্যারি উইলসনের ১২ বলে ১৭ রান ছাড়া উল্লেখ করার মতো রান করতে পারেননি কেউ। শেষ ৪০ বলে মাত্র ৫২ রান তুলতে পেরেছে আইরিশরা। অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফেরা ডোয়াইন ব্রাভো ২৮ রান খরচায় দুই উইকেট তুলে নেন।

বিশাল লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরাও দাপট দেখায়। টপ অর্ডারের প্রত্যেকেই রান পেয়েছেন। লেন্ডল সিমন্স ১৪ বলে ২২, এভিন লুইস ২৯ বলে ৫৩, শিমরন হেটমিয়ার ১৮ বলে ২৮, কাইরন পোলার্ড ১৫ বলে ৩১, নিকোলাস পুরান ২৩ বলে ২৬ ও শারফান রাদারফোর্ড ১৩ বলে ২৬ রান করেন।

শেষ ওভারে ক্যারিবীয়দের দরকার ছিল ১৩ রান। স্ট্রাইকে থাকা রাদারফোর্ডকে প্রথম বলেই বিদায় করেন লিটল। এরপর ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দিলেও দলকে জেতাতে পারেননি ব্রাভো।

Bootstrap Image Preview