Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিসিসিআই চুক্তিতে ২৭ক্রিকেটার, নেই ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০৩:২৯ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০৩:২৯ PM

bdmorning Image Preview


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চুক্তি থেকে বাদ পড়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ২০১৯-২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিসিআই। ২৭ জনের এই তালিকায় নেই ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনি।

২০১৮-১৯ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে 'এ' গ্রেডে ছিলেন ধোনি। এবার 'এ' গ্রেডে ১১ জন ক্রিকেটার থাকলেও উপেক্ষিত ধোনি।

এ প্লাস গ্রেডে থাকা তিন ক্রিকেটার প্রতি বছর পাবেন ৭ কোটি রুপি। এ গ্রেডে থাকা ক্রিকেটাররা এই বছর পাবেন ৫ কোটি রুপি। বি গ্রেডের ক্রিকেটাররা পাবেন তিন কোটি রুপি ও সি গ্রেডের ক্রিকেটাররা পাবেন এক কোটি রুপি।

২০১৯-২০ মৌসুমে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকাঃ

এ প্লাস গ্রেড ক্রিকেটারঃ বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।

এ গ্রেড ক্রিকেটারঃ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদিপ যাদব ও ঋষভ পান্ত।

বি গ্রেড ক্রিকেটারঃ ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া ও মায়াঙ্ক আগারওয়াল।

সি গ্রেড ক্রিকেটারঃ কেদার যাদব, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, মানিশ পান্ডে, হানুমা বিহারি, শার্দুল ঠাকুর, শ্রেয়াশ আইয়ার ও ওয়াশিংটন সুন্দর।

Bootstrap Image Preview