Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খুলনাকে হারানো ছাড়া কিছু ভাবছেন না রাসেল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০৭:৪৭ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।ফাইনালের এই লড়াইয়ে  ট্রফি জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না রাজশাহীর ক্যাপ্টেন আন্দ্রে রাসেল। 

ফাইনাল নিয়ে রাসেল বলেন, ‘আমার মনে জয় ছাড়া অন্য কিছুই নেই। গত রাতে আমরা একটি দল হিসেবে খেলেছি। আমরা কি পারি তা করে দেখিয়েছি এবং আশা করছি, আগামীকাল রাতে আমরা দুর্দান্ত একটি পারফরমেন্স প্রদর্শন করতে পারবো।’

রাসেল বলেন, ‘একক কোন একজন খেলোয়াড়কে নিয়ে আমাদের কোন পরিকল্পনা নেই। আমরা ভালো খেলার চেষ্টা করবো এবং সব সময় উইকেট নেয়ার চেষ্টা করবো। আগামীকাল কে হতে পারে তা আপনি জানেন না। যেকেউ জ্বলে উঠতে পারে এবং যখন কেউ সেরা ফর্মে থাকে, তখন তাকে থামানো কঠিন হয়ে পড়ে। তারা জানে, তাদের অনেক ম্যাচ উইনার আছে। আমরা একজন বা দু’জনের সাথে খেলবো নাা। পুরো দলকে নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা সঠিকভাবে পরিকল্পনা করছি এবং তা কার্যকর করতে পারবো।’
সন্ধ্যার ম্যাচে টস বড় ফ্যাক্টর হবে বলে মনে করেন রাসেল। তিনি বলেন, ‘টস আমাদের নিয়ন্ত্রনে নেই। তাই আমরা আগে যা করি, তা সঠিকভাবে সম্পন্ন করাই আমাদের প্রধান কাজ, এটি ব্যাটিং হোক বা বোলিং।’
দ্বিতীয় কোয়ালিফাইয়ার বাদে লিগ পর্বে ভালো করেছে রাজশাহীর টপ-অর্ডার। কিন্তু মিডল-অর্ডার নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ফাইনালে দলের ব্যাটসম্যানরা জ্বলে উঠবে বলে আশাবাদি রাসেল, ‘মিডল-অর্ডার নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। আমি মনে করি, আফিফ-লিটন দলের জন্য ভালো পারফরমেন্স করছে। তারা শেষ ম্যাচে ভালো করতে পারেনি, তবে তারা শেষ হয়ে যায়নি। আমরা জানি কয়েকদিন আগে, খুলনার বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়েছিলাম। ফাইনালেও তারা ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে।’

দ্বিতীয় কোয়ালিফাইয়ারে যেভাবে একা লড়াই করে দলকে জিতিয়েছিলেন রাসেল, ফাইনালেও এমন পরিস্থিতি হলে নিজেকে মেলে ধরবেন বলে জানান রাসেল, ‘আমি চাপের মধ্যে খেলতে পছন্দ করি। ব্যাটিং বা বোলিং, যেটিই হোক। আমি সবসময় চেষ্টা করেছি, সেরা পারফরমেন্স করতে এবং ছেলেদের ভালোভাবে পরিচালিত করতে।’

Bootstrap Image Preview