এক মাস পর আগামীকাল পর্দা নামছে বঙ্গবন্ধু বিপিএলের।জমকালো এই ফাইনালে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।
হাই-ভোল্টেজ এই ফাইনাল ম্যাচের আগে টিকিটের নতুন করে দাম নির্ধারন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন করে টিকিটের দাম বাড়ানোয় বিড়ম্বনায় পড়েছেন অনেক দর্শক। আগে ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ছিল ২০০ টাকা। এখন সেটা ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা।
নর্থ ও সাউথ স্ট্যান্ডেও বেড়েছে ১০০ টাকা। ৩০০ টাকার টিকিট ফাইনালে কিনতে হবে ৪০০ টাকায়। ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৩ হাজার টাকা (আগে ছিল ২ হাজার টাকা)।