Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানকে নয় বরং যুক্তরাষ্ট্রকেই দোষরোপ করছে চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০৮:৪৭ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


ইরানের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টে পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ভারত সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তিটি এখনো মরে যায় নি যে বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরু করতে হবে।

জাভেদ জারিফ বলেন, তারা যে বিরোধ নিষ্পত্তির কথা বলছে তা মূলত ভিত্তিহীন এবং রাজনৈতিক বিবেচনায় কৌশলগত ভুল। তারা ইরান থেকে কোন তেল কিনছে না। এমনকি তাদের সব কম্পানিগুলো এখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। চুক্তি লঙ্ঘন করেছে তারাই। তাই এই চুক্তিটির ভবিষ্যৎ তাদের উপরই নির্ভর করছে।

ওদিকে, যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার দুই বছর পর তেহরানের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের সমালোচনা করেছে চীন। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেন, আমরা মনে করি না তারা যেটা ভাবছে তা চলমান উত্তেজনা নিরসনে কোনো ভূমিকা রাখবে। চীন বিশ্বাস করে, ইরান অবশ্যই কোনো না কোনো কারণে তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। যুক্তরাষ্ট্রই অবৈধভাবে চুক্তিটি থেকে বের হয়ে গিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে।

Bootstrap Image Preview