Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নিলেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ১০:১৬ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ১০:১৬ PM

bdmorning Image Preview


পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নিলেন টাইগার দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এমনটাই জানিয়েছেন টাইগার দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ইতোমধ্যে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী দুই এক দিনের মধ্যে টাইগার দল ঘোষণা হবে বলে জানা গিয়েছে। 

আগামী ১৮-২১ পর্যন্ত মিরপুরে টাইগারদের অনুশীলন চলার কথা। ২২ তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

২৪ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।একই ভেন্যুতে ২৫ এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোর। টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে বাংলাদেশ। 

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশের। তবে দুই ভাগে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে।

৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে আসবেন মাহমুদউল্লাহ-তামিমরা। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। 

Bootstrap Image Preview