Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী দল ঘোষণা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ১০:২৪ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ১০:২৪ PM

bdmorning Image Preview


দেশের মাটিতে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।এই দলের নেতৃত্ব দিনবেন বাবর আজম।

তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক এ অধিনায়কের। তবে দলে ফিরেছেন পাকিস্তানের দুই বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। 

প্রথম দফায় চলতি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট, করাচিতে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল করাচিতেই গড়াবে দ্বিতীয় টেস্ট।

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), এহসান আলী, আম্মাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান জাভেদ।
 

Bootstrap Image Preview