বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগের দিন দেখা গেল ট্রফি।আয়োজকরা চেয়েছিলো ফাইনালের আগের দিন ট্রফিটা উন্মোচন করবেন ফাইনালে উঠা দুই দলের অধিনায়ক দিয়ে।
লন্ডনের ‘ইংকারম্যান’ কোম্পানি প্রস্তুত করেছে বিপিএলের ট্রফি। ট্রফি তৈরি, আনা, ট্যাক্সসহ মোট খরচ পড়ছে প্রায় ২০ লাখ টাকা। এবারের টুর্নামেন্টের লোগোতে একটু পরিবর্তন এসেছে, হুবহু আগের নকশায় ট্রফি তৈরি হয়নি।শুধু নিচের দিকে যোগ হয়েছে মুজিব শতবর্ষের বিশেষ লোগো।
আগামীকাল জমকালো এই ফাইনালে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।