মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার কার্য সম্পন্নের জন্য শপথ নিলেন উচ্চকক্ষ সিনেটের ১০০ জন আইন প্রণেতা।
বৃহস্পতিবার তাদের শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। খবর বিবিসির।
শপথ বাক্য পাঠ করানোর সময় মার্কিন প্রধান বিচারপতি বিচার কার্যের জন্য নিযুক্ত ১০০ আইন প্রণেতাকে বলেন, নিরপেক্ষ ন্যায়বিচার করুন।
মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ বা হাউজ অফ রিপ্রেজেনটেটিভস থেকে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের যে অভিযোগ আনা হয়েছ সেগুলোর বিশ্লেষণ করে এই ১০০ আইন প্রণেতাই পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
আগামী ২১ জানুয়ারি ট্রাম্পের অভিশংসনের বিচারকার্যের পরবর্তী ধাপ শুরু হবে। সিনেটে অভিযোগ প্রমাণিত হলেই বরখাস্ত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।