Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পোর্ট এলিজাবেথ টেস্টে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৯:৫১ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৯:৫১ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে সফরকারী ইংল্যান্ড। প্রথম দিন শেষে ৪ উইকেটে ২২৪ রান সংগ্রহ করেছে জো রুটের দল। দিন শেষে ৩৮ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার বেন স্টোকস। তাঁর সঙ্গী অলি পোপের সংগ্রহ ৩৯ রান। 

এদিন ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক রুট। এরপর খেলতে নেমে ৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার জ্যাক ক্রলি এবং ডমিনিক সিবলি।

৩৬ রান করা সিবলিকে ডিন এলগারের হাতে ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। এরপর জো ডেনলিকে সঙ্গে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন ক্রলি। ইনিংসের ৪৯তম ওভারে বোলিংয়ে এসে ওপেনার ক্রলিকে হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন অ্যানরিক নর্টজে।

২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার রাসি ফন ডার ডাসেনের হাতে ক্রলিকে ক্যাচ বানান। ফলে ৪৪ রানে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। ক্রলি ফেরার পর দ্রুত বিদায় নিতে হয় ডেনলি এবং অধিনায়ক জো রুটকেও। ২৫ রান করা ডেনলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিদায় করেন স্পিনার কেশব মহারাজ।

দলীয় ১৪৮ রানের মাথায় রুটকে বোল্ড করে ইংল্যান্ডের বিপদ বাড়িয়ে দেন রাবাদা। পরবর্তীতে পঞ্চম উইকেটে ৭৬ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেন স্টোকস এবং পোপ। 

সংক্ষিপ্ত স্কোরঃ (প্রথম দিন শেষে)

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২২৪/৪ (৯০ ওভার) (স্টোকস ৩৮*, পোপ ৩৯*; রাবাদা ২/৪৮, নর্টজে ১/৫২) 

টসঃ ইংল্যান্ড (ব্যাটিং)

Bootstrap Image Preview