Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিগ ব্যাশের আদলে পরিচালিত হচ্ছে এবারের বিপিএল: মল্লিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ১০:০০ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ১০:০২ AM

bdmorning Image Preview


প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নতুন আঙ্গিকে টুর্নামেন্টটি আয়োজন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফ্র্যাঞ্চাইজি না থাকায় টুর্নামেন্টের প্রাইজ মানি নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বোর্ডের উপরেই এই ব্যাপারটি ছেড়ে দিয়েছেন বিসিবির এই পরিচালক। মল্লিক বলেন, 'এবারের বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই তাই কোনো মূল্য মনে নেই।' 

বিপিএলে অংশগ্রহণকারী দলগুলোর তত্ত্বাবধানে থাকছে ক্রিকেট বোর্ড। মূলত অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের আদলে এবারের বিপিএল পরিচালিত করছে বিসিবি।

গত বছরের ৬ ডিসেম্বর পর্দা ওঠে বঙ্গবন্ধু বিপিএলের। দীর্ঘ প্রায় দেড় মাস পর ১৭ জানুয়ারি (শুক্রবার) মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামবে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। 

Bootstrap Image Preview