Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে: জেমস ফস্টার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ১০:৩৮ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ১০:৩৮ AM

bdmorning Image Preview


রাজশাহী রয়্যালসের বিপক্ষে স্মার্ট ক্রিকেট খেলার প্রত্যাশা করছেন জেমস ফস্টার। খুলনা টাইগার্সের এই প্রধান কোচের মতে দুই দলেরই শক্তিশালী বোলিং লাইন আপ থাকায় ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করবে ক্রিকেট প্রেমীরা। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে না ভেবে স্মার্ট ক্রিকেট খেলার প্রতি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁর বিশ্বাস যে দল নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারবে তারাই শিরোপা ছিনিয়ে আনবে শুক্রবার।

ফস্টার বলেন, 'আমি মনে করি না উইকেট খুব বেশি ভূমিকা রাখবে না এই ম্যাচে। এটা একটি স্মার্ট ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে। দুই দলেরই লাইন আপ অনেক শক্তিশালী এবং উভয়েরই স্মার্ট অপশন রয়েছে বোলিংয়ে। আমি মনে করি যারা এই দিন নিজেদের সেরাটা দিয়ে খেলবে তারাই জিতবে।'

নিজেদের শেষ চারটি ম্যাচে জয় পেয়েছে খুলনা টাইগার্স। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ফাইনালে মাঠে নামবে তারা। ইংলিশ কোচ ফস্টারও জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে চান শুক্রবারের ম্যাচে। 

ফস্টারের ভাষ্যমতে, 'আমরা যতটা সম্ভব নিজেদের প্রস্তুত করেছি এবং আমরা বেশ আত্মবিশ্বাসী। কারণ আমরা গত চারটি ম্যাচে জয় পেয়েছি। সেগুলোর প্রত্যেকটি আমাদের জন্য নক আউটের মতো ছিল এবং আমরা সেগুলো জিতে ভালো ছন্দে আছি। ফাইনালে সেটা প্রয়োগ করাটাই মূল বিষয়।' 

Bootstrap Image Preview