মুশফিকুর রহিম, রাইলি রুশো কিংবা মোহাম্মদ আমিরকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই রাজশাহী রয়্যালসের। দলটির অধিনায়ক আন্দ্রে রাসেল জানিয়েছেন, আলাদা করে নয়; পুরো খুলনা টাইগার্সকে নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে রাসেলের রাজশাহী। সোমবার এই রাজশাহীকে হারিয়েই প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে মুশফিকের খুলনা টাইগার্স। সেই ম্যাচে আমিরের টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিংয়ে উড়ে যায় রাজশাহী। ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট নেন বাঁহাতি এই পেসার, যা বিপিএল ইতিহাসেরও সেরা বোলিং।
শুধু আমির নন, ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন মুশফিক এবং রুশো। ফর্ম খুঁজে পেয়েছেন খুলনার ওপেনার নাজমুল হোসেন শান্তও। এদের সঙ্গে খুলনা দলের বাকি ক্রিকেটারদের নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে রাজশাহী। কোনো ধরনের খুঁত রাখতে চাইছে না তারা।
বৃহস্পতিবার লন্ডন থেকে আনা বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি উন্মোচন করেন মুশফিক এবং রাসেল। সে সময় ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, 'আমরা আলাদা করে কোনো খেলোয়াড়ের জন্য পরিকল্পনা করছি না। আমাদের লক্ষ্য যতো দ্রুত সম্ভব উইকেট তুলে নেয়া। কারণ আপনি জানবেন না আগামীকাল কার দিন। যার দিন তাকে সেদিন আটকাতে পারবেন না।'
'তাদের দলে অনেক ম্যাচ জেতানো ক্রিকেটার আছে এবং আমরা দুই-একজনকে নিয়ে পরিকল্পনা করছি না। প্রতিপক্ষের ব্যাটিং ও বোলিং দুই বিভাগ নিয়েই পরিকল্পনা করছি। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে এটা নিশ্চিত করতে চাই আমরা।' যোগ করেন ব্যাট হাতে ছন্দ ফিরে পাওয়া রাজশাহীর অধিনায়ক রাসেল।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।