Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেস্টে উন্নতির জন্য আল-আমিন, তাসকিনদের নিয়ে গ্রুপ বানাবে ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ১১:১৮ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ১১:১৮ AM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতে টেস্ট ক্রিকেটে উন্নতি করতে হলে পাঁচ থেকে ছয়জনের একটি পেস বোলিং গ্রুপ গঠন করতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে এবাদত হোসেন, আল-আমিন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদদের উপর ভরসা রাখছেন তিনি। 

ডমিঙ্গোর মতে দেশের তরুণ পেসারদের টেস্ট ফরম্যাটের লাইন আপে আনতে পারলে একটি শক্ত পেস আক্রমণ গঠন করতে সক্ষম হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পেসারদের দিনে তিন থেকে চার স্পেল করার সক্ষমতার ব্যাপারেও জোর দিচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

ডমিঙ্গো বলেন, 'আমি মনে করি বোলাররা যেন লম্বা স্পেলে বোলিং করতে পারে এবং এক দিনে তিন থেকে চার স্পেল করতে পারে সেটা নিয়ে অনেক কাজ করার আছে। এখনও অনেক কাজ করার আছে, তবে আমরা যদি এবাদত, আল-আমিন, খালেদ এবং তাসকিনদের মতো বোলারদের লাইন আপে আনতে পারি, তাহলে পাঁচ থেকে ছয় জন বোলারের একটি গ্রুপ বানাতে পারবো যারা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে।'

চলমান বঙ্গবন্ধু বিপিএলে গতি এবং লাইন-লেন্থ দিয়ে সকলের নজর কেড়েছেন ২০ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদ। প্রতিভাবান এই তরুণে আস্থা রাখছেন ডমিঙ্গো। তাঁর বিশ্বাস হাসানের মতো পেসারদের নিয়ে কাজ করলে টেস্টে শক্তিশালী বোলিং লাইন আপ গঠন করা সম্ভব। 

জাতীয় দলের এই প্রোটিয়া কোচের ভাষ্যমতে, 'হাসান মাহমুদ আরেকজন সম্ভাব্য প্রতিভাবান বোলার। আমাদের পাঁচ থেকে ছয়জন পেস বোলারের গ্রুপ বানাতে হবে যারা টেস্টে খেলতে পারবে যেকোনো সময়। আমাদের সামনে লম্বা টেস্ট মৌসুম অপেক্ষা করছে।'     

Bootstrap Image Preview