Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপ্লব দলের জন্য এক্স ফ্যাক্টর: ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ১১:৪৭ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ১১:৪৭ AM

bdmorning Image Preview


জুয়াড়ির প্রস্তাব আইসিসিকে না জানানোয় আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব আল হাসান। দেশের সেরা এই অলরাউন্ডারকে ছাড়াই আসন্ন পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 

সাকিবের অভাব খুব বেশি বোধ করছেন না দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। তাঁর বিশ্বাস সাকিবের অনুপস্থিতিতে স্পিন বিভাগ সামলানোর মতো বোলার আছে বাংলাদেশের। এক্ষেত্রে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের প্রতি আস্থা রাখছেন বাংলাদেশ দলের কোচ। 

বিপ্লবকে দলের জন্য এক্স ফ্যাক্টর দাবি করে ডমিঙ্গো বলেন, 'তরুণ লেগ স্পিনার বিপ্লব এসেছে। একজন তরুণ রিস্টস্পিনারকে পাওয়া দারুণ একটি ব্যাপার। এটি আমাদের এক্স ফ্যাক্টর এনে দিবে। এখানে কিছু রহস্য এবং পার্থক্য থাকবে। লেগ স্পিনাররা হয়তো কিছু রান খরচ করবে, কিন্তু তাঁর সামর্থ্য রয়েছে উইকেট নেয়ার।'

বিপ্লবকে নিজের কাজটি সঠিকভাবে করতে দেয়ার জন্য মাহমুদউল্লাহ, মোসাদ্দেক এবং আফিফদের সহযোগিতা করার আহ্বান জানান ডমিঙ্গো। তাঁর মতে অন্যান্য স্পিনাররা রক্ষণাত্মক ভূমিকা পালন করতে পারলে তরুণ এই লেগ স্পিনার তাঁর কারিশমা দেখাতে সক্ষম হবে।

প্রোটিয়া এই কোচ বলেন, 'আফিফ হোসেন, মাহমুদউল্লাহ এবং মোসাদ্দেকের মতো ছেলেদের উপায় খুঁজে বের করতে হবে এক্ষেত্রে। এটি গুরুত্বপূর্ণ যে অন্যান্য স্পিনাররা আমাদের জন্য রক্ষণাত্মক ভূমিকা পালন করে বিপ্লবকে তাঁর নিজের কাজটি করার জন্য।' 

Bootstrap Image Preview