Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীসহ নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০১:৫৩ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০১:৫৩ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মাইজদী শহরের পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচী বেসরকারী সংস্থা ব্র্যাক ও জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির আহবায়ক ও সদর নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বক্তব্য রাখেন  যুগ্ম আহবায়ক ও হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলীম.

এছাড়াও আরো বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও নেটওয়ার্ক  কমিটির সদস্য মো: আলমগীর ও সাংবাদিক মামুন চৌধুরী, ব্র্যাক নোয়াখালী জেলার ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, ব্যবস্থাপক মেহেদী হাসান সহ সুশীল সমাজ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সাংবাদিক সহ প্রমুখ নেতৃবৃন্দ। পরে তারা জেলা প্রশাসককে স্মারক লিপি দেন।

Bootstrap Image Preview