Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্পন্সর নিয়ে নতুন করে ভাবছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০২:১৮ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০২:১৮ PM

bdmorning Image Preview


চলতি মাসেই লাইফবয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এবার তাই নতুন স্পন্সর খোঁজার তোরজোড় শুরু করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নতুন স্পন্সর হিসেবে কোনো টেলিকম কোম্পানিকে পছন্দ বিসিবির। এরই মধ্যে বোর্ডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে লাইফবয়। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩১ তারিখে। ফলে নতুন স্পন্সরের জন্য দ্রুতই টেন্ডার দেবে বিসিবি।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের সেই কর্মকর্তা বলেন, 'যেহেতু আমাদের বর্তমান স্পন্সরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মাসেই, তাই আমরা নতুন স্পন্সরের জন্য টেন্ডার দেব কয়েকদিনের মধ্যে। আমরা যখন টেন্ডার দেব তখন বড় কোনো টেলিকম কোম্পানি খুঁজবো স্পন্সরের জন্য যারা আগ্রহী হবে চুক্তি করতে।' 

২০১৮ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে টেলিকম কোম্পানি রবি। এরপর নতুন স্পন্সর হিসেবে ইউনিলিভারের লাইভবয়ের সঙ্গে চুক্তি করে ক্রিকেট বোর্ড।

গত এশিয়া কাপে লাইফবয়ের লোগো সম্বলিত জার্সিতে প্রথম মাঠে নামে বাংলাদেশ। স্পন্সরশীপের চুক্তি অনুযায়ী অন্য সিরিজ এবং টুর্নামেন্টগুলোতেও ইউনিলিভারের পণ্যসামগ্রীর লোগো ব্যবহার করা হয়। 

Bootstrap Image Preview