Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সফরে মুশফিকের জায়গায় ইমরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০২:২৪ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০২:২৪ PM

bdmorning Image Preview


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেনি। তবে বিশ্বস্ত একটি সূত্র থেকে ইঙ্গিত মিলেছে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেতে পারেন ইমরুল কায়েস।

পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে নিরাপত্তা ইস্যুতে নয় পারিবারিক কারণে আসন্ন সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'মুশফিক আজ আমাকে কল দিয়েছে এবং জানিয়েছে সে পাকিস্তানে যাচ্ছে না। আমি তাকে একটি আনুষ্ঠানিক চিঠি দেয়ার জন্য বলেছি। সে এটা দিলে আমরা তাকে পাকিস্তান সিরিজের দলে নিব না।'

চলতি বিপিএলে দারুণ ফর্মে আছেন ইমরুল কায়েস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে পুরো আসরে দারুণ খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তিন নম্বরে নেমে ১৩ ম্যাচে করেছেন ৪৪২ রান। 

৪৯.১১ গড়ে ইমরুল হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪টি। স্ট্রাইক রেটের দিক দিয়েও ছাড়িয়ে গেছেন তামিম-সৌম্যদের। ১৩২.৩৩ স্ট্রাইক রেটে এবারের বিপিএল মাতিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

মুশফিকুর রহিম সিরিজে না থাকায় তাই অভিজ্ঞ ইমরুলের ওপর মিডল অর্ডার বা তিন নম্বরে ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন বাঁহাতি ইমরুল।

লম্বা ক্যারিয়ারে মাত্র ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখন পর্যন্ত কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। ব্যাটিং গড় মাত্র ৯.১৫। সর্বোচ্চ ব্যক্তিগত রান ৩৬। স্ট্রাইক রেট মাত্র ৮৮.৮০। 

গত মঙ্গলবার পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তিন ভাগে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ। 

দ্বিতীয়বারের সফরে একটি টেস্ট খেলবে তারা। তৃতীয় দফায় সিরিজের বাকি টেস্টটি খেলবে বাংলাদেশ। এই সফরে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচও খেলবে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা।

Bootstrap Image Preview