সপ্তম আসরে নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল। তবে শিরোপা লড়াইয়ের পাশাপাশি সেরা রান সংগ্রাহকের রেসও জমে উঠেছে।
শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় আধিপত্য দুই ফাইনালিস্টের। খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম ১৩ ম্যাচে ৪ ফিফটিতে করেছেন ৪৭০ রান। আসরে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের মাইলফলক স্পর্শের সুযোগ আছে এই ব্যাটসম্যানের। এর আগে ২০১৩ বিপিএলে রান সংগ্রহে শীর্ষে ছিলেন মুশফিক। গেল আসরের সেরা ব্যাটসম্যান রাইলি রুশো এবারো ব্যাট হাতে সফল।
মুশফিকের সতীর্থ ৪৫৮ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তাদের চ্যালেঞ্জ জানাচ্ছেন রাজশাহীর শোয়েব মালিক। ৩ ফিফটিতে তিনি করেছেন ৪৪৬ রান। এরই মধ্যে তিনি ডাক পেয়েছেন জাতীয় দলে। এরপরে আছেন কুমিল্লার দাওয়িদ মালান ও চট্টগ্রামের ইমরুল কায়েস। এছাড়া গেলো দুই ম্যাচে ব্যর্থ হলেও রাজশাহীর ওপেনার লিটন দাস করেছেন ৪৩০ রান। আর ১৪ ম্যাচে আফিফ হোসেনের ব্যাট থেকে এসেছে ৩৬০ রান।