Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৩:০৬ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৩:০৬ PM

bdmorning Image Preview


স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩তম আসরের। ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা যুব দলের অধিনায়ক ব্রিস পারসনস।

বাংলাদেশ সময় দুপুর ২টা শুরু হয়েছে মাঠের খেলা। উদ্বোধনী দিনে হচ্ছে এই একটিই ম্যাচ। ভারতীয় উপমহাদেশে যা সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের ২০টি ম্যাচ সম্প্রচারিত হবে টেলিভিশনে।

দক্ষিণ আফ্রিকা একাদশ: অ্যান্ড্রু ল, জোনাথন বার্ড, ব্রিস পারসনস, লুক বিউফর্ট, লেভার্ত মানজে, জ্যাক লিস, খানায় কোটানি, তিয়ান ফন ভুরেন, জেরাল্ড কোৎজে, আচিল ক্লোয়েত এবং মন্ডিল খুমালো।

আফগানিস্তান একাদশ: ফারহান যাখিল, ইমরান, ইব্রাহিম জাদরান, আসিফ মুসাজাই, আব্দুল রহমান, রহমানউল্লাহ, ইশহাক শিরজাদ, শফিকউল্লাহ ঘাফারি, আবিদ মোহাম্মদি, নুর আহমাদ এবং ফজল হক।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল (শনিবার), প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরে গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। এ দুই ম্যাচে টাইগার যুবারা মুখোমুখি হবে স্কটল্যান্ড ও পাকিস্তানের যুব দলের। গ্রুপপর্বে বাংলাদেশের কোনো ম্যাচই টিভিতে সম্প্রচারিত হবে না।

Bootstrap Image Preview