Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তরা থানার সামনে দুই মোটরসাইকেলআরোহীকে পিষে মারল বাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৪:৩৪ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর উত্তরায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জানান, বেপরোয়া বাস ওই দু’জনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে আহতাবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি। তবে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত দু’জনের পরিচয় জানা যায়নি।

এসআই জানান, বাসটিকে শনাক্ত করা হয়েছে। তবে চালক-হেলপারদের আটক করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দু’জনের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় জানতেও চেষ্টা চলছে।

Bootstrap Image Preview