Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামিনে ছাড়া পেয়েই আবারো মসজিদের বিক্ষোভে চন্দ্রশেখর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৫:২৪ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৫:২৪ PM

bdmorning Image Preview


জামা মসজিদে বিজেপির করা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার ফের সেই জামা মসজিদের বিক্ষোভে যোগ দিলেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। নিজের সমর্থকদের পাশে দাঁড়িয়ে সংবিধানের প্রিয়াম্বল পড়ে শোনান তিনি।

নাগরিকত্ব আইনকে তিনি কালো আইন বলে উল্লেখ করে জানিয়েছেন, ‘এই মুহূর্তে দেশকে একত্র করা ছাড়া আর কোনও গুরুত্বপূর্ণ কাজ নেই। শান্তিপূর্ণ বিক্ষোভ আমাদের শক্তি। বিভিন্ন ধর্মের মানুষ, যাঁরা আমাদের সমর্থন করেন, তাঁদের বিপুল সংখ্যায় আমাদের সঙ্গে যোগ দেওয়া উচিত। যাতে সরকার এই প্রমাণ পায় যে, এই বিক্ষোভে শুধু মুসলিমরা রয়েছেন তা নয়। রয়েছেন সব ধর্মের মানুষ।’

জামা মসজিদ পরিদর্শনের জন্য আদালতের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছেন ভীম আর্মির প্রধান। বৃহস্পতিবার আজাদকে জামিনে মুক্তি দেয় দিল্লি হাইকোর্ট। তবে দিল্লিতে নির্বাচন না-হওয়া পর্যন্ত আজাদ রাজধানীতে কোনও প্রতিবাদ-বিক্ষোভে যোগ দিতে পারবে না বলে নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ থাকলেও মুক্তি পেয়েই জামা মসজিদে যান আজাদ। বিক্ষোভস্থল থেকেই তিনি বলেন, ‘এখানে আসার কারণ সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ দেখানো এবং মানুষকে বলা যে, এই কালো আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না।’

জামা মসজিদের পাশাপাশি কারবালা ও বাংলা সাহিব গুরুদ্বারেও যাবেন ৩৩ বছরের ভীম আর্মির প্রধান।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, এই সময়

Bootstrap Image Preview