Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পর্ন ছবিতে সাবটাইটেল না থাকায় আদালতে প্রতিবন্ধী, এটি বধির ব্যক্তিদের অপমান বলে দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৬:৫১ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৬:৫১ PM

bdmorning Image Preview


সাবটাইটেল বা ক্লোসড ক্যাপশন কেন নেই? এমন প্রশ্ন তুলে সোজা আদালতে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। পর্ন ছবিতে সাবটাইটেল না থাকায়, তা বধির ব্যক্তিদের অপমানের সামিল বলে দাবি করেন এই ব্যক্তি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োলো স্ল্যাব সুরিসের দাবি, তার ও তার মতো বধির প্রতিবন্ধীদের অধিকার নিয়ে খেলা করছে এই পর্নহাবগুলো। আর ফিল্মে সাবটাইটেল না দেওয়ায় সেই অধিকার লঙ্ঘনের বিষয়টি আরো স্পষ্ট হয়ে গেল বলে জানিয়েছেন স্ল্যাব। আর সেই মর্মেই তিনি আদালতে একটি পর্নহাবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

তবে এবারই প্রথম নয়, পর্ন ছবিতে সাবটাইটেল বা ক্লোজড ক্যাপশনিং’র বিষয়টি নিয়ে আগেও বহুবার বহু মামলা ওঠে এসেছে। এই বিষয়ে ২০১৫ সালে রিক্কি নামে এক ব্যক্তি এই সমস্যা নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছিলেন।

সূত্র: ফক্স নিউজ।

Bootstrap Image Preview