Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাড়িতে বসা শিশুর প্রতি রিকশাওয়ালার বিরল ভালোবাসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৭:৫৫ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আজব শহর ঢাকার জ্যামে বসেও বিচিত্রতার দেখা মেলে। এমনি একটি বিরল ভালোবাসার বিচিত্র এক সত্য গল্প নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন টাঙ্গাইলের হাবিবুল্লাহ সেফুল নামের এক ব্যক্তি। পোস্টে তিনি তিনটি ছবি দেন। ছবিতে দেখা যায় গাড়িতে বসে থাকা একটি ছোট্ট শি’শুর সঙ্গে একজন রিকশাওয়ালা হাসিমুখে খেলছেন। কিন্তু শেষের চিত্রটি জন্ম দেয় এক বিরল ভালোবাসা।

তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধ’রা হল-

আজকে জ্যাম এ বসে থাকতে থাকতে নাহয়ান (আমা’র চাচাতো বোনের একমাত্র ১১ মাসের ছে’লে) বির’ক্ত হয়ে গিয়েছিল। পরে আমি না পেরে জানালা অর্ধেক খুলে দেই। সেও খুব খুশি একটু করে মা’থা আগায় আর মজা করে। নাহয়ান অ’পরিচিত হলেও প্রায় সবার দিকেই তাকিয়ে এমন হাসি দেয় যে অন্যপক্ষ ওর সাথে না হেসে, কথা না বলে থাকতে পারবে না (মাশাআল্লাহ)। মূহুর্তেই সে পাশের রিকশাওয়ালা মামা’র সাথে হাসাহাসি, খেলা শুরু করলো।

মামাও যখন বুঝতে পেরেছে আমি মাইন্ড করছি না তখন স্বত্বস্ফুরত ভাবে খুব আদর করে কথা বলছিল এবং খেলছিল। আঙ্গুল দিয়ে পয়েন্ট করে, হাই ফাইভ, হ্যান্ড সেক করে। অনেকক্ষণ যাবৎ তাদের ভাব আদান প্রদান চলে। সিগন্যাল যখন ছাড়বে মামা তার হাতে নতুন ১০ টাকার একটা নোট দেয় এবং বলে মজা খাবে এইটা দিয়ে।

আম’রা সবাই অ’প্রস্তুুত হয়ে গিয়েছি কিন্তু তার চোখ মুখের আনন্দ দেখে আর না করতে পারিনি। শুধু দোয়া চেয়েছি তার কাছে আর মন থেকে দোয়া করি তার পরিবার যেন এক বেলাও অনাহারে না থাকে কোন দিন। অনেক বিত্তবান এর মনও এত বড় দেখা যায় না। উনি অল্প সময়ে যে ভালবাসা দেখিয়েছেন তা যথার্থই প্রশংসনীয়

Bootstrap Image Preview