ফাইনাল বলে কথা,মিরপুরের গ্যালারি কানায় কানায় ভরে গিয়েছে। হাই-ভোল্টেজ এই ম্যাচের উত্তাপ বাড়িয়ে দিল রাজশাহীর ব্যাটসম্যানরা। আগে ব্যাটিং করে খুলনাকে ছুড়ে দিল ১৭১ রানের টার্গেট।
টসে হেরে ব্যাটিংয়ের শুরুতেই আফিফকে হারিয়ে হুঁচট খায় রাজশাহী। ফর্মের তুঙ্গে থাকা লিটন দাসও ঝলক দেখাতে ব্যর্থ হন। তবে তাদের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ইরফান শুক্কুর ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন।
ধীর গতির ব্যাটিংয়ে রাজশাহীর রানও ছোট হতে থাকে। ১৫ ওভারে যখন দলীয় ১০০ রান তুলতে সক্ষন হয় তখন ক্যাপ্টেন রাসেলের সাথে ঝড়ো ব্যাটিং শুরু করেন মোহাম্মদ নেওয়াজ।
এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে। জয়ের জন্য খুলনার ১৭১ রান প্রয়োজন।
রাজশাহীর সংক্ষিপ্ত স্কোরঃ ১৭০
লিটন দাস(২৫), আফিফ(১০), ইরফান(৫২), মালিক(৯),রাসেল(২৭)*,নেওয়াজ(৪১)*।
রাজশাহী রয়্যালস একাদশঃলিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ ইরফান।
খুলনা টাইগার্স একাদশঃনাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।