Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শান্ত ও মিরাজের বিদায়ে চাপে খুলনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৯:৩৭ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


প্রথম ওভারেই ইরফানের বলে শান্তকে হারায় খুলনা।পয়েন্টে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তারপরের ওভারেই রাহির বলে বাক্তিগত ২রানে আউট হন মেহেদী মিরাজ। 

হাই-ভোল্টেজ এই ম্যাচের উত্তাপ বাড়িয়েছে রাজশাহীর ব্যাটসম্যানরা। ধীর গতির ব্যাটিংয়ে রাজশাহীর রানও ছোট হতে থাকে। ১৫ ওভারে যখন দলীয় ১০০ রান তুলতে সক্ষন হয় তখন ক্যাপ্টেন রাসেলের সাথে ঝড়ো ব্যাটিং শুরু করেন মোহাম্মদ নেওয়াজ। এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে। জয়ের জন্য খুলনার ১৭১ রান প্রয়োজন। 

খুলনার সংক্ষিপ্ত স্কোরঃ
৪২/২ ( ৫ ওভার )
সামসুর ১৭, রুশো ১৭।

রাজশাহীর সংক্ষিপ্ত স্কোরঃ ১৭০
লিটন দাস(২৫), আফিফ(১০), ইরফান(৫২), মালিক(৯),রাসেল(২৭)*,নেওয়াজ(৪১)*।

রাজশাহী রয়্যালস একাদশঃলিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ ইরফান। 

খুলনা টাইগার্স একাদশঃনাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।

Bootstrap Image Preview