Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার রবার্টস ঢাকায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ০৯:৫৯ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল দেখতে প্রধান অতিথি হয়ে এসেছিলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। সপ্তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচেও ছিল অতিথি। বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালি লড়াই দেখতে ঢাকায় এসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেভিন রবার্টস।

তবে শুধু বিপিএল ফাইনাল ম্যাচ দেখাই রবার্টসের সফরের একমাত্র উদ্দেশ্য নয়। এ সময়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তিনি বলে জানিয়েছেন বিসিবি সিইও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য দিয়েছেন। তিনি জানান, বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ম্যাচটি দেখতে এসছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও রবার্টস। গতকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এদিন সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি জয়ের ম্যাচে খুলনা টাইগার্স রাজশাহী রয়্যালস এর খেলা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেই দেখেন তিনি।

Bootstrap Image Preview