Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের জন্য ১১০ ভাগ প্রস্তুত বাংলাদেশের যুবারা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ১০:১৬ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ১০:১৬ AM

bdmorning Image Preview


যুব বিশ্বকাপের প্রায় মাস খানেক আগে থেকে মাঠের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। বগুড়ায় ক্যাম্প দিয়ে শুরু, এরপর বিশ্বকাপের ১৫ দিন আগে দক্ষিণ আফ্রিকার বিমান ধরে আকবর আলীর দল। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই সেখানে যায় যুবারা।

অবশ্য কন্ডিশন বুঝলেও প্রস্তুতিটা মনের মতো হয়নি আকবর-হৃদয়দের। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ছন্নছাড়া ব্যাটিং করা বাংলাদেশ যুবারা নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। অথচ এই নিউজিল্যান্ডকেই কয়েক মাস আগে তাঁদের মাঠে ৪-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।

প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই করে যুবারা। প্রস্তুতি ম্যাচের পর এবার মূল লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক আকবর জানিয়েছেন, মূল মঞ্চে লড়াইয়ের জন্য ১১০ ভাগ প্রস্তুত তার দল।

গত ৩-৪ মাসে যেমন পারফর্ম করেছে বাংলাদেশ, সেটারই ধারাবাহিকতা বিশ্বকাপে ধরে রাখতে চায় যুবারা। আকবর বলেন, ‘১১০ ভাগ প্রস্তুত আমরা। আল্লাহর রহমতে প্রস্তুতি অনেক ভালো। গত ৩-৪ মাস ধরে যে ক্রিকেট খেলছি, সেই খেলাটা খেলার আশা করছি।’ 

‘আমার দলের প্রত্যেকটা খেলোয়াড়ই ভালোভাবে প্রস্তুত। দেখুন আমাদের স্কিলের যে প্রস্তুতি নেয়া দরকার ছিল, সেটা শেষ এক মাসে বা দক্ষিণ আফ্রিকায় আসার পর হয়ে গেছে। এখন শুধু মানসিক দিক দিয়ে কাজ করে বা নিয়ন্ত্রণে রেখে আমার মনে হয় কাজ করা উচিত। আমরা সেটাই করছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের দুইদিন পর ২১ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে আকবর আলীর দল। সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

যুব বিশ্বকাপের বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন লিমন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ।

স্ট্যান্ড বাই: আমিত হাসান, মেহরাব হোসেন, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহান্না, রুহেল মিয়া ও আসাদুল্লাহ হেল গালিব।

Bootstrap Image Preview