Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫০টি চার মেরে বিপিএলে অনন্য কীর্তি গড়লেন মুশফিকুর রহিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ১০:৩৮ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ১০:৩৮ AM

bdmorning Image Preview


শিরোপা হাতছাড়া হলেও বঙ্গবন্ধু বিপিএলে দারুণ এক কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। খুলনা টাইগার্সের অধিনায়ক চার মারায় ফিফটি পূর্ণ করেছেন।

এবারের আসরে মুশফিক মেরেছেন ৫১টি বাউন্ডারি- যা আসর সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩টি চার মেরেছেন একই দলের সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো।

রাজশাহী রয়্যালসের বিপক্ষে ফাইনালে নামার আগপর্যন্ত ১৩ ম্যাচে মুশফিকের বাউন্ডারি ছিল ৪৯টি। শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে ২ চার এক ছক্কায় ১৫ বলে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান করেন ২১ রান।

অল্পের জন্য রুশোকে টপকে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি মুশফিক। রুশো এদিন ৩৭ রান করলে তার সর্বমোট সংগ্রহ দাঁড়ায় ৪৯৫। মুশফিকের রান ৪৯০।

ফাইনালে মুশফিকের দল খুলনাকে ২১ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস।

Bootstrap Image Preview