Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সফরে আমি না থাকলেও কোনো সমস্যা হবে না: মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ১১:০৭ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ১১:০৭ AM

bdmorning Image Preview


পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তাঁর বদলি খেলয়াড় নিয়ে ভাবছেন না। সর্বশেষ ভারত সফরে তিনি খেলা সত্ত্বেও দুই টেস্টেই তিনদিনে হেরেছিল বাংলাদেশ। তাই এটাকেউ উদাহরণ হিসেবে দাঁড় করাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

তিনি ছাড়াও সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজারা থাকা সত্ত্বেও অনেক ম্যাচে হেরেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনটাতেই হার ঠেকাতে পারেননি তারা। এমনটাও হয়েছে। তাই তাঁর না থাকার কারণে কোনো সমস্যা হবে বলে মনে করেন না মুশফিক।

এ প্রসঙ্গে তিনি বলছেন, 'ভাই ইন্ডিয়া তে তো আমি খেলেছি ভাই। কী লাভ হয়েছে? আড়াই দিনে তো দুইটা ম্যাচ হেরেছি। তিন দিন আর আড়াই দিন। আমরা পাঁচজন একইসাথে খেলা অবস্থায় কিন্তু একসাথে অনেক ম্যাচ হেরেছি। দুইদিন, আড়াই দিনে ম্যাচ হেরেছি। ওয়ানডে, টি-টুয়েন্টি সবই হেরেছি। আবার না থাকা অবস্থায় অনেক ম্যাচ জিতেছি। এটার মানে এই না যে কেউ থাকলে বা কেউ না থাকলে সমস্যা হবে।'

পাকিস্তান সফরে তিনি থাকলে ভালো করার সুযোগ থাকতো এটা মেনে নিচ্ছেন মুশফিক। তবে এটা অন্য ক্রিকেটারদের জন্য সুযোগ হিসেবেও দেখছেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। যারা সুযোগ পাবেন তারা এটা যেন লুফে নেন এমনটাই প্রত্যাশা মুশফিকের।

তিনি বলেছেন, 'এমন হতে পারে যে ভালো করার সুযোগ থাকতো। সবকিছু মিলিয়ে মনে হয় যে এটা আরেকটা সুযোগ। আমাদের দলে অনেকে নতুন ক্রিকেটার খুঁজছেন, টিম ম্যানেজমেন্টও খুঁজছেন, বাংলাদেশ ক্রিকেটও খুঁজছে অনেক নতুন ক্রিকেটার। তো আমার কাছে মনে হয় যে আমার জায়গায় যারা আসবে...তাদের জন্য এটা একটা সুযোগ যে নতুন ক্রিকেটার দেখার।'

পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে খেলা অনেক চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন মুশফিক। তিনি না থাকলেও যারা খেলবেন তাদের জন্য শুভকামনা জানিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সব প্রতিকুলতা কাটিয়ে বাংলাদেশ দল ভালো করবে বলেই বিশ্বাস মুশফিকের।

Bootstrap Image Preview