Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিপ্লেসমেন্টের জন্য বাংলাদেশ টিমের এক ঘণ্টা লাগে না: মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ১১:৪৭ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ১১:৪৭ AM

bdmorning Image Preview


পারিবারিক কারণে পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বদলি কোনো খেলোয়াড় নেই। ক্রিকেট বিশেষজ্ঞরা এমনটাই মনে করেন।

মুশফিক অবশ্য এটা মানছেন না। বাংলাদেশে বদলি ক্রিকেটার বের হতে এক ঘণ্টা সময় লাগে বলে ধারণা তাঁর। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। এ ছাড়া জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে কথা রয়েছে ফেব্রুয়ারিতে। আসন্ন এই সিরিজগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে চান মুশফিক।

তিনি বলেছেন, 'বাংলাদেশ দলে রিপ্লেসমেন্ট হতে এক ঘণ্টা লাগে না। ব্যক্তিগত ভাবে আমার কাছে এটাই মনে হয়। সবসময় চেষ্টা করি পরবর্তী সিরিজে আমি কিভাবে থাকতে পারি এটাই লক্ষ্য থাকে আমার। সামনে বিশ্বকাপ, এশিয়া কাপ,পাকিস্তান সিরিজের পর জিম্বাবুয়ের সাথে সিরিজ আছে আমি সেটার জন্য প্রস্তুতি নেব।'

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনেকেই ভালো করেছেন, এ ছাড়া ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজেও অনেকে আলো ছড়িয়েছিলেন, সেখান থেকে তাঁর বিকল্প বের করা সহজ হবে বলে বিশ্বাস মুশফিকের।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশে রিপ্লেসমেন্ট হতে এক ঘন্টা সময় লাগে না। অনেকেই ভালো খেলেছে। যদি বিপিএল বলেন, ভারত সফরেও অনেকে ভালো খেলেছে আমার মনে হয় সবার জন্যই একটা সুযোগ। যেই সুযোগ পাক তারা যেন সুযোগটা কাজে লাগায়। আমি যদি পরবর্তিতে দলে আসি চেষ্টা করবো জায়গাটা ধরে রাখার।'

Bootstrap Image Preview