Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুবাদের স্বপ্নের শুরু আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ১২:৩৪ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ১২:৩৪ PM

bdmorning Image Preview


এক বুক স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছে বাংলাদেশের যুবারা। শনিবার থেকে শুরু হচ্ছে আকবর আলী, তৌহিদ হৃদয়দের সেই স্বপ্নযাত্রা। ১৮ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আকবরবাহিনী।

নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় বেলা দুইটায় শুরু হবে ম্যাচটি।

গত ৪ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেয় বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেখানে এক সপ্তাহের ক্যাম্প করেছেন আকবর-হৃদয়রা। এরপর দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা।

যার একটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও আরেকটিতে বাংলাদেশ ছিল পুরোপুরি ব্যর্থ। গা গরমের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি টাই হয়। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ছন্নছাড়া ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। যদিও বোলারদের পারফরম্যান্স ছিল গুছানো। 

প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো না করলেও অধিনায়ক আকবর আলী ইতিবাচক দল নিয়ে। ক্যাম্প শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমাদের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগই ভালো অবস্থানে আছে। আমাদের দলের সবাই খুবই প্রতিভাবান। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা টুর্নামেন্টের শেষের দিকে যেতে পারব।’

গত কয়েক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। গত যুব বিশ্বকাপের পর থেকে ৩৩টি ওয়ানডে খেলে ১৮টিতে জিতেছে বাংলাদেশ। ঘরে-বাইরে; দুই জায়গায়ই দাপট দেখিয়েছে তারা।

ভালো অবস্থানে আছে জিম্বাবুয়েও। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়াই করেছে তারা। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত এবং জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত চারজাতির টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক থাকতে হচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপের গ্রুপ পর্বে জিম্বাবুয়ের পর স্কটল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে আকবররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

স্ট্যান্ড বাইঃ অমিত হাসান, এসএম মেহেরব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহন্না, রুবেল মিয়া ও আসাদুল্লাহ হিল গালিব।

Bootstrap Image Preview