Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'কিউরেটদের টুপি খোলা অভিনন্দন’ জানালেন মুশফিক-রাসেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ১২:৪৬ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ১২:৪৬ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের উইকেট মুগ্ধ করেছে সবাইকে। প্রায় প্রতিটি ম্যাচেই বড় রান হয়েছে। বোলারদের সংগ্রাম করতে হয়েছে উইকেটের জন্য। ফাইনাল শেষে তাই রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল এবং খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম প্রশংসায় ভাসিয়েছেন কিউরেটরদের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই ছিল ধীর এবং মন্থর। এবার এই মাঠেও রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। এবার দুইশো ছাড়ানো ইনিংস তাড়া করে জয়ের রেকর্ডও হয়েছে এই মাঠে। মুশফিক এই আসরের প্রাপ্তি হিসেবে ভালো উইকেটের কথাই বলছেন।

তিনি বলেছেন, 'কিউরেটদের টুপি খোলা অভিনন্দন। এক-দুই ম্যাচ ছাড়া টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো উইকেট পেয়েছি। আপনি যদি অন্যসব বিপিএলের সঙ্গে তুলনা করেন, ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখেন, বোলারদের ইকোনমি দেখেন (তাহলেই পরিষ্কার হয়ে যাবে)।'

দেশের বাইরের উইকেটগুলো বরাবরই হয় ব্যাটিং বান্ধব।  এ ছাড়া বোলাররাও উইকেটের দেখা পান। ভালো বল করতে তাই তাদেরও নিরাশ হওয়ার সুযোগ থাকে না। স্পোর্টিং উইকেটে খেললেই কেবল দেশের বাইরে খেলতে গিয়েও সফলতা অর্জন করা সম্ভব বলে মনে করেন মুশফিক।

তিনি বলেছেন, 'বোলারদের জন্য, আমার মনে হয়, বিশ্বব্যাপী উইকেট এমনই ফ্ল্যাট থাকবে। তাদেরও অনেক কাজ করার বাকি আছে। আশা করি, তারাও চ্যালেঞ্জগুলো নেবে, কিভাবে বৈচিত্র্য বাড়ানো যায় যেন পাওয়ার প্লেতে কিংবা ডেথ ওভারে আরও কম রান দিতে পারে। অধিনায়কের জন্য চার ওভারে যত সম্ভব কম রান দেয়।'

বিপিএলে নিয়মিতই খেলেন আন্দ্রে রাসেল। এবার অধিনায়ক হিসেবে রাজশাহী রয়্যালসকে শিরোপা জিতিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। 

তিনি কিউরেটরদের প্রশংসা করে বলেছেন, 'কিউরেটররা খুব ভালো কাজ করেছে এবার। উইকেট খুব ভালো ছিল। স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে। ব্যাটসম্যানরা সহায়তা পেয়েছে, পেসারদের জন্যও উইকেটে কিছু ছিল।'

Bootstrap Image Preview