Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসির বক্তব্যে ইভিএমে জাল ভোটের শঙ্কা বেড়েছে: তাবিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ০৩:০৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ০৩:০৮ PM

bdmorning Image Preview


ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্যে জাল ভোটের শঙ্কা বেড়েছে বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

আজ শনিবার নির্বাচনী গণসংযোগকালে তাবিথ আউয়াল এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের বক্তব্যে ইভিএম নিয়ে আমাদের যে শঙ্কা সেটি প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল ভোট ঠেকাতে প্রস্তুত রয়েছে কিনা এটি এখন ভোটারদের প্রশ্ন।’

তাবিথ বলেন, ‘একজন নির্বাচন কমিশনার গতকাল স্পষ্ট করেই বলেছেন “কেন্দ্র দখল করা গেলে ইভিএমে জাল ভোট দেওয়া যাবে।” তার এই বক্তব্যের পর ইভিএম নিয়ে আমাদের বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে। আশঙ্কা আরও বেড়েছে। কারণ, ক্ষমতাসীনরা কেন্দ্র দখল করতে চাইলে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ঠেকাতে প্রস্তুত রয়েছে কিনা এ প্রশ্ন ভোটারদের রয়েছে।’

তিনি বলেন, ‘ভোটারদের মধ্যে কিছুটা ভয়-ভীতি কাজ করছে ঠিকই কিন্তু এবার তারা সব ভয়-ভীতি উপেক্ষা কেন্দ্রে গিয়ে ভোট দিতে প্রস্তুত রয়েছে। ভোটাররা চায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে।’

তাবিথ আউয়ালের সঙ্গে আজ গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন, নিপুণ রায় চৌধুরী, আকরামুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ২৩ নম্বর কাউন্সিলর প্রার্থী হেলাল কবির হেলু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে উত্তর ঢাকার ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপিসমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ নম্বর ওয়ার্ডের মালিবাগ চৌধুরীপাড়ায় গণসংযোগে যায় তাবিথ আউয়াল। তাবিথ যে পথ ধরে গণসংযোগ করছেন একই পথে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণ করা নিয়ে ওই ওয়ার্ডের বিএনপি সমর্থিত ঝুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী হেলাল কবির হেলু ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী টিফিন ক্যারিয়ার প্রতীকের মেছের আলী সমর্থকদের মধ্যে মারামারি হয়। এতে একজন রক্তাক্তসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

Bootstrap Image Preview