Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কোন পজিশনেই ব্যাটিং উপভোগ করেন রাহুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ১০:২৫ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ১০:২৫ AM

bdmorning Image Preview


ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলের। শেষ তিন ওয়ানডেতে তিন জায়গায় ব্যাটিং করেছেন তিনি। তিনটি জায়গাতেই নিজের সামর্থ্যের প্রমাণ দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ওপেনার হিসেবে নেমে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন রাহুল। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন নম্বরে নেমে করেছেন ৪৭। আর শুক্রবার অজিদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ নম্বরে নেমে করেছেন ৮০ রান।

এমন পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন। মূলত রাহুলের এই ইনিংসের সুবাদেই অস্ট্রেলিয়াকে ৩৬ রানের ব্যবধান হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এই ম্যাচে পুরোদস্তর উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন রাহুল।

দুটি ক্যাচের সঙ্গে দারুণ একটি স্টাম্পিংও  করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর রাহুল জানিয়েছেন, প্রতিদিন আলাদা আলাদা দায়িত্ব দেয়া হচ্ছে। তিনি সেটা উপভোগ করছেন।

রাহুল বলেছেন, 'এর চেয়ে ভাল শুরু চাইতে পারতাম না। প্রত্যেক দিনই আলাদা আলাদা দায়িত্ব দেয়া হচ্ছে, আর তা উপভোগ করছি।'

বিরাট কোহলির সঙ্গে জুটি নিয়ে রাহুল বলেছেন, 'অন্য জায়গায় ব্যাট করতে নেমেছিলাম। কয়েকটা বল খেলে ধাতস্থ হতে চাইছিলাম। বিরাটের সঙ্গে কথা হল। সে বলল যে, ব্যাটে ঠিকঠাক বল আসছে। কয়েকটা বল ব্যাটের মাঝখান দিয়ে খেলার পর ব্যাটে-বলে করতে সমস্যা হয়নি। মাথায় অন্য যা ছিল সব মুছে গিয়েছিল। যে ভাবে কয়েকটা জুটি গড়তে পেরেছিলাম, তাতে খুশি।'

Bootstrap Image Preview