বাংলাদেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজাকে দেখে পেসার হতে চেয়েছিলেন হাসান মাহমুদ। বর্তমানে দেশের অন্যতম প্রতিভাবান পেসার এই তরুণ। বঙ্গবন্ধু বিপিএলে মাশরাফির সঙ্গে ঢাকা প্লাটুনের হয়ে খেলার সুযোগও হয়েছে তাঁর। অভিজ্ঞ মাশরাফির সঙ্গে খেলে অনেক কিছু শিখেছেন ডানহাতি তরুণ এই পেসার।
ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজও। তিনি এবারের বিপিএলে একমাত্র হ্যাটট্রিক করা বোলার। ওয়াহাবের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন তরুণ হাসান মাহমুদ। অভিজ্ঞ বাঁহাতি এই পেসারের কাছ থেকেও শিক্ষণীয় জিনিসগুলো গ্রহণ করেছেন তিনি।
মাশরাফি-ওয়াহাবের কাছ থেকে মাথা ঠাণ্ডা রাখা, চাপ না নেয়ার পরামর্শ পেয়েছেন ২০ বছর বয়সী হাসান মাহমুদ। এই সব পরামর্শ সবসময় মনে রাখবেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তরুণ এই পেসার।
হাসান মাহমুদ বলেন, 'মাশরাফি ভাই, ওয়াহাব ভাইয়ের মতো অভিজ্ঞ পেসারদের সঙ্গে খেলে অনেক কিছুই শিখেছি। বিশেষ করে ওনারা আমাকে মানসিকভাবে শক্ত থাকতে বলতেন। লাইন লেংথে বোলিং করতে বেশি বলতেন।'
'বাউন্ডারি খেলে মন খারাপ না করতে, চাপ না নিতে বলতেন। আমি তাই করেছি। জাতীয় দলেও এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা থাকবে অবশ্যই। সঙ্গে কোচের পরামর্শ তো থাকবেই।' যোগ করেন তিনি।
বিপিএলে খুব বেশি উইকেট পাননি হাসান মাহমুদ। ১৩ ম্যাচ খেলে ১০ উইকেট নেন তিনি। তবে তাঁর গতিময় বোলিংয়ের সঙ্গে লাইন-লেংথ নজরে এসেছে নির্বাচকদের। টুর্নামেন্ট চলাকালেই সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি।