Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দীর্ঘ প্রতীক্ষার পর টেস্ট ফরম্যাটে ফিরছে জিম্বাবুয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ১১:৫৩ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ১১:৫৩ AM

bdmorning Image Preview


২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলে জিম্বাবুয়ে। এরপর গত বছরের জুলাইয়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করে আইসিসি। 

এবার দীর্ঘ প্রতীক্ষার পর আজ রবিবার (১৯ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ফরম্যাটে ফিরছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে প্রথম টেস্ট। ৩৩ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান শন উইলিয়ামসের অধীনে মাঠে নামবে স্বাগতিকরা। 

এদিকে দীর্ঘ দিন পর টেস্টে ফিরতে পেরে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা। টেস্ট ক্রিকেটকে উপভোগের মাধ্যম হিসেবে দেখছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। যদিও নিয়মিত না খেলার আক্ষেপ ঝরেছে তাঁর কণ্ঠে।

চাকাভা বলেন, 'এটি সর্বদা কঠিন, টেস্টে দীর্ঘদিন ফেরাটা দারুণ কিছু। কারণ আপনি সবসময় চাইবেন নিয়মিতভাবে খেলতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই সুবিধা পাইনি আসলে। তাই আমাদেরকে যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যখনই পরবর্তী সুযোগ আসবে আপনাকে উপভোগ করতে হবে।' 

জিম্বাবুয়ের জন্য উপভোগের সিরিজ হলেও প্রতিপক্ষ শ্রীলঙ্কা অবশ্য নিজেদের ছন্দ ফিরে পেতে মাঠে নামবে। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ দুটি টেস্ট সিরিজ কাটানোর পর পাকিস্তানের মাটিতে সম্প্রতি ১-০ তে টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। তাই জয়ের লক্ষ্যে খেলবে দিমুথ করুনারত্নের দল। 

জিম্বাবুয়ে স্কোয়াডঃ 

শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, কাইল জারভিস, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ব্রায়ান মুদজিনগানইয়ামা, কার্ল মুম্বা, এইন্সলে এনডিলভু, ভিক্টর নায়াউচি, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিশুমা।  

শ্রীলঙ্কা স্কোয়াডঃ 

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওসাডা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, লাহিউর থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লক্ষ্মণ সান্দাকান, সুরঙ্গা লাকমল। 

Bootstrap Image Preview