Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুযোগের সৎ ব্যবহার করবে তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ১২:০৪ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ১২:০৪ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার কারণে আসন্ন পাকিস্তান সফরে থাকছেন না সাকিব আল হাসান। দেশের সেরা এই অলরাউন্ডার অনুপস্থিত থাকায় সুবর্ণ একটি সুযোগ সৃষ্টি হয়েছে ওপেনার তামিম ইকবালের।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ১২ রান করতে পারলেই সাকিবকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে আসবেন তামিম। 

দেশের হয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচে এক হাজার ৫৫৬ রান সংগ্রহ করেছেন দেশ সেরা এই ওপেনার। ২৩.৫৭ গড় এবং ১১৭.১৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করা তামিমের রয়েছে একটি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি।  

অপরদিকে ৭৬ ম্যাচে ২৩.৭৪ গড় এবং ১২৩.৭৭ স্ট্রাইক রেটে এক হাজার ৫৬৭ রান নিয়ে শীর্ষে আছেন সাকিব। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের সংগ্রহ ৮৩ ম্যাচে ২৩.৮৩ গড়ে এক হাজার ৪৩০ রান। এই ফরম্যাটে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১২২.৬৪। এরপর যথাক্রমে চার এবং পাঁচ নম্বরে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকু রহিম ও হার্ডহিটার সাব্বির রহমান। 

পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নেয়া মুশফিকের সংগ্রহ ৮৪ ম্যাচে এক হাজার ২৬৫ রান। যেখানে ২০.০৭ গড় এবং ১১৯.৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। তাঁর রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি। 

পাঁচ নম্বরে থাকা সাব্বির ৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৪.৮৯ গড়ে ৯৪৬ রান সংগ্রহ করেন। ৪টি হাফ সেঞ্চুরির মালিক সাব্বিরের ব্যাটিং স্ট্রাইক রেট ১২০.৮১। 

Bootstrap Image Preview