Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিব,তামিমের পথেই হাঁটছেন মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ১২:৫৩ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ১২:৫৩ PM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-টোয়েন্টি দলপতি আর মাত্র ৭০ রান করতে পারলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে ১৫০০ রানের ক্লাবে পা রাখবেন।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সংগ্রহ ৮৩ ম্যাচে ২৩.৮৩ গড়ে ১৪৩০ রান। যেখানে ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এর আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহ করেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। 

৭৬ ম্যাচে ২৩.৭৪ গড়ে ১৫৬৭ রান সংগ্রহ করা সাকিব রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। দেশের হয়ে ৭৬ ম্যাচে ২৩.৭৪ গড়ে ১৫৬৭ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ৯টি হাফ সেঞ্চুরি।

তালিকার দুই নম্বরে থাকা তামিম ৭১ ম্যাচে ২৩.৫৭ গড়ে করেছেন ১৫৫৬ রান। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরির মালিক তামিমের রয়েছে ৬টি হাফ সেঞ্চুরি। তালিকার চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। 

৮৪ ম্যাচে ২০.০৭ গড়ে ১২৬৫ রান সংগ্রহ করা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি। হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বিরের সংগ্রহ ৪৪ ম্যাচে ৯৪৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪টি হাফ সেঞ্চুরির মালিক সাব্বিরের ব্যাটিং গড় ২৪.৮৯। 

Bootstrap Image Preview