পারফরমার, ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে খুব করে মিস করছেন। ওপেনার তামিম ইকবালের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আছে খানিক সংশয়। তারপরও রনে ভঙ্গ দিতে রাজিন নন বাংলাদেশ হেড কোচ রাসেল ডোমিঙ্গো। কারণ তার আস্থার মূর্ত প্রতীক মাহমুদউল্লাহ রিয়াদ যে ঠিকই আছেন দলে!
রিয়াদের অধিনায়কত্ব, নেতৃত্ব আর দল পরিচালনায় যারপরনাই সন্তুষ্ট বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। রিয়াদের প্রতি তার আস্থাও প্রচুর। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদকেই অধিনায়ক হিসেবে পেতে চান বাংলাদেশ কোচ। বিশ্বকাপের এখনো নয় মাস বাকি। তারপরও বাংলাদেশ হেড কোচের ধারণা টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদই হবে অধিনায়ক।
সে আশা জানিয়ে এ দক্ষিণ আফ্রিকান বলেন, ‘আমি আশা করছি মাহমুদউল্লাহ রিয়াদই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তার প্রতি আমার পুরো সাপোর্ট থাকবে।’
ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজে রিয়াদের অধিনায়কত্বে সন্তুষ্ট ডোমিঙ্গো বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভারতের সাথে দারুণ ক্যাপ্টেন্সি করেছে।’
রিয়াদের সাথে কাজ করার অনুভুতিকে দারুণ আখ্যা দিয়ে ডোমিঙ্গো বলেন, ‘তার সাথে কাজ করে খুভ ভাল লেগেছে। আমার মনে হয় রিয়াদ খুব পেশাদার।’
বাংলাদেশের হেড কোচের চোখে- মাহমুদউল্লাহ একজন বিশ্বমানের ক্রিকেটার। যার প্রতি পুরো বাংলাদেশের ড্রেসিং রুমের সবার আছে অন্যরকম শ্রদ্ধা। একথা জানিয়ে ডোমিঙ্গো বলে ওঠেন, ‘মাহমুদউল্লাহ একজন বিশ্বমানের ক্রিকেটার। যাকে ড্রেসিং রুমের সবাই শ্রদ্ধার চোখে দেখে। তাই অধিনায়ক হিসেবে সে আমার পছন্দ। রিয়াদই আমার ক্যাপ্টেন।’