Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম ম্যাচেই বার্সা কোচকে জয় উপহার দিলেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ১১:৩৭ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ১১:৩৭ AM

bdmorning Image Preview


'মেসি অনন্য, তার মতো আরেকজন ফুটবলার পাওয়া অসম্ভব'- দলের দায়িত্ব বুঝে নিয়ে অধিনায়ক লিওনেল মেসির ব্যাপারে এভাবেই খোলামেলা প্রশংসা করেছিলেন বার্সেলোনার নতুন হেড কোচ কিকে সেতিয়েন। তিনি আরও বলেছিলেন, 'মাঠে মেসি যা করতে পারে, তা অন্য কোনো সেরা খেলোয়াড়রাও পারে না।'

কোচের এমন প্রশংসাবাক্য যে একদমই অমূলক নয়, তা প্রমাণ করতে সময় নেননি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। বার্সার হয়ে সেতিয়েনের প্রথম ম্যাচেই দারুণ এক জয় উপহার দিয়েছেন অধিনায়ক মেসি। যার সুবাদে টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ফলে পরদিন রাতে গ্রানাডার বিপক্ষে জয়ব্যতীত কোনো পথ খোলা ছিলো না বার্সেলোনার সামনে। অধিনায়ক মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ১-০ গোলে জিতেই নিজেদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

মৌসুমে গ্রানাডার মাঠে প্রথম সাক্ষাতে ০-২ গোলে হেরে বসেছিল বার্সেলোনা। ঘরের মাঠেও তারা গোলশূন্য থাকে ৭৬ মিনিট পর্যন্ত। অ্যান্তনিও গ্রিজম্যান ও আর্তুরো ভিদালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ম্যাচের একমাত্র গোলটি করেন মেসি। এ গোলের সুবাদেই নিশ্চিত হয় জয়।

তবে গোল মাত্র একটি হলেও, সারা ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে কাতালুনিয়ানরা। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন আনসু ফাতি, গ্রিজম্যানরা। দুর্দান্ত খেলেছেন অধিনায়ক মেসিসহ সার্জিও বুসকেটস, সার্জিও রবার্তোরা।

এ জয়ের পর ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়।

Bootstrap Image Preview