পুঁজিটা আরও বড় হতে পারতো। ২ উইকেটেই ২০৮ রান তুলে ফেলেছিল জিম্বাবুয়ে। সেখান থেকে প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৫৮ রানে। তবে হারারে টেস্টে দ্বিতীয় দিনটা খুব একটা খারাপ কাটেনি স্বাগতিকদের। জবাব দিতে নামা শ্রীলঙ্কারও একটি উইকেট তুলে নিয়েছে তারা। ১ উইকেটে ৪২ রান নিয়ে তৃতীয় দিন নামবে লঙ্কানরা।
টেস্টের প্রথম দিন ধৈর্য্যের প্রদর্শনী ছিল জিম্বাবুয়ের ব্যাটিংয়ে। সারাদিন খেলে ৮৪ ওভারে ২ উইকেটে ১৮৯ রান তুলে স্বাগতিকরা। ক্রেইগ আরভিন ৫৫ আর ব্রেন্ডন টেলর ১৩ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনে বেশিদূর এগোতে পারেননি টেলর। সুরাঙ্গা লাকমলের বলে ২১ রান করে হয়েছেন এলবিডব্লিউ। এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেও ইনিংস বড় করতে পারেননি শন উইলিয়ামস। ৪৬ বলে করেন ১৮ রান।
পরের ওভারেই সেঞ্চুরির পথে এগোতে থাকা আরভিনকে টেনে ধরেন লাকমল। ১৮৭ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৫ রান করা এই ব্যাটসম্যানকে বোল্ড করেন লঙ্কান পেসার। রেগিস চাগবা করেন মাত্র ৮ রান।
এরপর লড়াই করেছেন সিকান্দার রাজা আর ডোনাল্ড তিরিপানো। রাজা ৪১ রানে ফিরলেও তিরিপানো শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। ১০৩ বলে ৪ বাউন্ডারিতে ৪৪ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার পক্ষে বল হাতে সবচেয়ে সফল লাসিথ এম্বালদেনিয়া। ১১৪ রান খরচায় ৫টি উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। সুরাঙ্গা লাকমল ৩টি আর লাহিরু কুমারার শিকার ২ উইকেট।
জবাব দিতে নেমে দলীয় ২২ রানের মাথায় ওসাদা ফার্নান্দোকে হারিয়েছে শ্রীলঙ্কা। ২১ রান করে তিনি বোল্ড হন তিরিপানোর বলে। দিমুথ করুনারত্নে ১২ আর কুশল মেন্ডিস ৬ রান নিয়ে ব্যাটিংয়ে আছ্নে।