Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে নতুন ভাইরাসে ২ দিনে আক্রান্ত ২০০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ১১:৪০ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ১১:৪০ AM

bdmorning Image Preview


চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসে গত দুই দিনে ২০০ জনের বেশি আক্রান্ত হয়েছে। চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। উহান ছাড়াও শেনঝেন ও বেইজিং শহরের বাসিন্দাদের মাঝে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে তিনজনের।

চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনাভাইরাস গোত্রের নাম না জানা এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুশো ছাড়িয়েছে। আক্রান্তের পর নিউমোনিয়ার মতো সমস্যা হচ্ছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে, থাইল্যান্ডে দুইজন এবং জাপান ও দক্ষিণ কোরিয়ায় আরো দুজন আক্রান্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রোগীর খোঁজ ও শনাক্তকরণ প্রক্রিয়া বাড়তে থাকায়, বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাধারণ জ্বর বা ঠান্ডা দিয়ে শুরু হয়ে, প্রথম ধাপেই জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয় ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাণী থেকে এটির সূত্রপাত হলেও এখন তা মানুষে-মানুষে ছড়িয়ে পড়ছে।

এই করোনাভাইরাস ২০০০ সালের দিকে এশিয়ার কয়েকটি দেশের সার্স ভাইরাসের কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় করোনাভাইরাসে ৭৭৪ ব্যক্তির মৃত্যু হয়। এবারের করোনাভাইরাসের সঙ্গে সার্স ভাইরাসের সাদৃশ্য সবচেয়ে বেশি।

Bootstrap Image Preview