Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার গোড়ালির চোটে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ১২:৪২ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ১২:৪২ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা পেসার ইশান্ত শর্মা। ৬ ফেব্রুয়ারি ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরের উদ্দেশে তাঁর দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু গোড়ালির চোট আসন্ন এই সফরটি থেকে ছিটকে দিয়েছে তাঁকে।

রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিপক্ষে দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন ইশান্ত। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিজের তৃতীয় ওভার করার সময় গোড়ালিতে চোট পান তিনি। দিল্লির টিম ম্যানেজমেন্টের মতে ইশান্তের চোট গুরুতর।

চোটে পড়ার পর আর বোলিং করেননি এই পেসার। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেড়িয়ে গেছেন তিনি। বিদর্ভের বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছেন ইশান্ত। তিনি ৪৫ রান দিইয়ে নিয়েছেন ৩ উইকেট।

এমন বোলিং পারফরম্যান্সের পর ভারতীয় দলও তাঁর অপেক্ষায় ছিল। নিউজিল্যান্ড সফরের আগে তাঁর ইনজুরি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ভারতের নির্বাচকদের কপালে। দুই-একদিনের মধ্যেই ভারতের আসন্ন এই সফরের দল ঘোষণা করার কথা রয়েছে।

দিল্লির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইশান্তের পা ফুলে গেছে। আশা করছি কোনও ফ্র্যাকচার হয়নি। তার এমআরআই করানো হবে। এখন ওর রিহ্যাবের দায়িত্ব নেবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।’

দিল্লির টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বিদর্ভের বিপক্ষে এই ম্যাচে আর বোলিং করতে পারবেন না ইশান্ত। যদিও এই তারকা পেসারকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

Bootstrap Image Preview